ভুয়ো শিক্ষকদের অনেকেই নিখোঁজ, পালিয়েছেন কেউ কেউ, যোগাযোগ করা যাচ্ছে না মোবাইলেও। আদালতের নির্দেশে বৃহস্পতিবারই ১৮৩ জন ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন।
১৮৩ জন ভুয়ো শিক্ষকের নাম, রোল নম্বর, অ্যাপ্লিকেশন নম্বর সহ কোন বিষয়ে শিক্ষকতার জন্য আবেদন করেছিলেন তার বিস্তারিত তালিকায় রয়েছে। বাংলা, ইংরেজি, অঙ্কের পাশাপাশি ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান এবং পদার্থ বিজ্ঞানের শিক্ষক-শিক্ষিকারাও রয়েছে তালিকায়। মালদার খরবা এইচ এন এগ্রিল হাইস্কুলে বাংলার শিক্ষক আজাদ আলি মির্জার হদিশ মিলেছে। স্কুলের প্রধান শিক্ষক দাবি করেছেন আজাদ আলিকে চাপে পড়েই নিয়োগ করতে হয়েছিল। তাঁর কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল না। মেধা তালিকাতেও নাম ছিল না আজাদের। ১৮৩ জনের তালিকায় ১১ নম্বরে নাম রয়েছে আজাদের। প্রধান শিক্ষক জানিয়েছেন কয়েকমাস আগেই তিনি স্কুল ছেড়েছেন। তারপর থেকে খোঁজ নেই আজাদের। মোবাইলও সুইচড অফ আসছে।