পুলিশের উর্দি পরেই বর্ধমানে তৃণমূলের মঞ্চে ওসিকে সংবর্ধনায় সুর চড়িয়েছে বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন এজন্যই সাধারণ মানুষ বলেন পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো।
তাঁর কথায় চাকরি বাঁচাতে পুলিশকে এসব কাজ করতে হচ্ছে। অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন পুলিশ যে উর্দি পরে আছে, যে টাকা মাইনে পাচ্ছে তা মানুষের ট্যাক্সের টাকায়, কোনও দলের টাকায় নয়। তিনি আরও বলেছেন তৃণমূলের মঞ্চে উঠলেই প্রমোশন মিলছে। তাই এসব করছে।