তৃণমূলে যোগ দিয়ে প্রথমবার সাগরদিঘিতে সভা করেছেন বাইরন বিশ্বাস। তখন তৃণমূলের কোনও প্রলোভনের কাছে মাথা বিক্রিতে নারাজ নওশাদ সিদ্দিকি।
বৃহস্পতিবার সাগরদিঘির এসএন হাইস্কুলে মাঠের সভা থেকে বাইরন বিশ্বাস বলেছেন শুধু ডায়লগ নয়, মানুষের জন্য কাজ করতেই তৃণমূলে যোগ দিয়েছেন। যারা এখন বিরুদ্ধে কথা বলছেন তাদেরও একদিন তাঁর কাছে আসতে হবে। বাইরন আরও বলেছেন যে ভোটে সাগরদিঘি থেকে তিনি জিতেছেন আগামী দিনে তৃণমূল থেকে তার থেকেও তিনগুণ ভোটে জিতবেন। এদিকে বায়রন বিশ্বাসকে নিয়ে যখন রাজ্য রাজনীতি তপ্ত। তখন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির দাবি তিনি বাযরন বিশ্বাসের মত তৃণমূলের কাছে মাথা নত করবেন না। তার দাবি জেতার পর তৃণমূলের তরফে তাকে কয়েক কোটি টাকার প্রলোভন, মন্ত্রী করে দেওয়ার টোপ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি মাথা ঝোঁকাননি।