তৃণমূল -বিজেপি ভাই ভাই। ওয়াকফ ইস্যুতে এভাবেই শাসকদল তৃণমূল ও বিরোধী দল বিজেপিকে আক্রমণ শানিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। নওশাদ বলেছেন, শাসকদল তৃণমূল যতই এ ব্যাপারে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করুক, আসলে এই আইনে প্রচ্ছন্ন ভূমিকা তৃণমূলেরও রয়েছে।
গ্রাম থেকে শহর
News & Much More