পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র কোচবিহারের দিনহাটা। জানা গিয়েছে, দিনহাটার নিগম নগর বাজারে তৃণমূলের কর্মীসভা ছিল।
প্রধান বক্তা হিসেবে সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সভা শেষের পর বাড়ি ফেরার পথে আমবাড়ি এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এই হামলায় ইসলাম মিয়া ও ময়নাল শেখ নামে ওই দুই তৃণমূল কর্মী আহত হয়েছেন। অন্যদিকে বিজেপির দাবি, তাদের মণ্ডল সভাপতি বিদ্যুৎ কুমার সরকারের বাড়িতে ভাঙচুর করা হয়েছে। একই সঙ্গে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে।আগামী বছরেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে উত্তরবঙ্গের এই জেলা একের পর এক রাজনৈতিক সংঘর্ষের ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠছে।