রাত দু’টোয় রাজস্থান বিমানবন্দরে পৌছঁতেই তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশ। মঙ্গলবার একটি টুইট করে এই খবর জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
তাঁর অভিযোগ, গুজরাটের মোরবী সেতু বিপর্যয় নিয়ে মুখ খুলেছিলেন সাকেত গোখেল। তার জেরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। রাজনৈতিক হিংসা পালন করার বিষয়টিকে ক্রমশ অন্য স্তরে নিয়ে যাচ্ছে বিজেপি।ডেরেক ও’ ব্রায়েন জানিয়েছেন, সোমবার রাত ন’টার সময় নয়াদিল্লি থেকে রাজস্থানের উদ্দেশে রওনা হয়েছিলেন সাকেত গোখেল। গুজরাট পুলিশ রাজস্থানের বিমানবন্দরেই তাঁকে গ্রেফতার করার জন্য অপেক্ষা করছিল। রাত ২টোর সময় সাকেত গোখেল তাঁর মাকে ফোন করেন এবং জানান পুলিশ তাঁকে আমদাবাদ নিয়ে যাচ্ছে। গ্রেফতার করার আগে সাকেত গোখেল নিজের জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্য এবং একটি দু’মিনিটের ফোন কল করার সময় দিয়েছিল পুলিশ। তারপরই সাকেত গোখেল সমস্ত জিনিসপত্র এবং ফোন নিয়ে নেওয়া হয়।