ত্রিপুরা এবং মেঘালয়ে ভোটে ভরাডুবির পরেও সেই একলা চলো নীতিতেই বিশ্বাসী তৃণমূল। কালীঘাটে দলের সাংসদ বিধায়ক, জেলা সভাপতিদের নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে জাতীয়স্তরে প্রয়োজনে একাই চলবে তৃণমূল।
সাংবাদিক বৈঠকে লোকসভায় তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন এটা হয় না যে কংগ্রেস এখানে বিজেপি সিপিএমের সঙ্গে হাত মেলাবে আবার দিল্লিতে যখন দরকার হবে তখন তৃণমূলের সাহায্য চাইবে। শুক্রবারই সপা প্রধান অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৩ তারিখ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক রয়েছে। এই প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন এই মুহূর্তে তৃতীয় ফ্রন্ট গঠনের কথা ভাবছে না তৃণমূল। তবে যে দল যে রাজ্যে শক্তিশালী, তাদের সঙ্গে কথা বলা হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামী দিনে তৃণমূল কংগ্রেস প্রমাণ করবে যে আঞ্চলিক দলগুলোকে সঙ্গে নিয়ে কিভাবে বিজেপি বিরোধী লড়াই এবং তারপরের সাফল্যে কিভাবে বিজেপিকে ক্ষমতাচ্যুত করা সম্ভব।