তৃতীয়বার অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা, বৃহস্পতিবার শপথ 

0
90
Arunachal Chief Minister Pema sworn in for the third time on Thursday
Arunachal Chief Minister Pema sworn in for the third time on Thursday

টানা তৃতীয়বার অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপি নেতা পেমা খান্ডু। বুধবার রাজধানী ইটানগরে দলের দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক, রবিশঙ্কর প্রসাদ এবং তরুণ চুঘের উপস্থিতিতে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের বৈঠকে সর্বসম্মত ভাবে তাঁকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন পেমা খান্ডু। লোকসভা ভোটের সঙ্গেই এবার ৬০ সদস্যের অরুণাচল প্রদেশের বিধানসভা ভোট হয়েছিল। নির্বাচনের আগেই বিধানসভার ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিল বিজেপি। পেমা খান্ডুও মুক্তো বিধানসভা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। যে ৫০টি আসনে ভোট হয়েছিল তারমধ্যে ৩৬টিতেই জিতে ৪৬-এ পৌঁছে গিয়েছিল মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন বিজেপি। পাঁচটিতে মেঘালয়ের শাসকদল এনপিপি। বাকি তিনটিতে অজিত পাওয়ারের এনসিপি, দু’টিতে পিপল্স পার্টি অফ অরুণাচল, একটিতে কংগ্রেস এবং তিনটি আসনে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছিলেন।