পিস্তল দেখিয়ে বালি খাদানে গিয়ে মালিককে হুমকি, কর্মীদের মারধর , তোলাবাজির অভিযোগে বিজেপি বিধায়কের আপ্ত সহায়ককে গ্রেফতার করেছে পুলিশ। বাঁকুড়ার ইন্দাসে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।
কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালি প্রতিহারের আপ্ত সহায়ক হিসেবেই পরিচিত বিকাশ ঘোড়ুই। তাঁকে বিষ্ণুপুর আদালতে তোলা হলে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বিকাশের বিরুদ্ধে অভিযোগ ইন্দাস ব্লকের একটি বালি ঘাটের মালিক কাজল কুমার ঘোষকে হুমকি, মারধর এবং ভাঙচুর চালিয়েছেন। ইন্দাস থানায় বিজেপির যুব নেতা বিকাশ ঘোড়ই সহ কয়েকজন সহযোগির নামে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ প্রশাসনের অনুমতি নিয়ে বালি খাদানে রাস্তা নির্মাণের কাজ করা হচ্ছিল। তখনই হামলা চালায় বিকাশ ঘোড়ই ও তাঁর দলবল।