Monday, March 27, 2023
বাঁকুড়াত্রিকোণ প্রেমেই সৌমিত্রর সঙ্গে ফাটল, দাবি সুজাতার

ত্রিকোণ প্রেমেই সৌমিত্রর সঙ্গে ফাটল, দাবি সুজাতার

ত্রিকোণ প্রেমের কারণে সম্পর্কে ফাটল। বিবাহ বিচ্ছেদ মামলায় বাঁকুড়া আদালতে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ।

তৃণমূল নেত্রী সুজাতার দাবি তিনি যখন সৌমিত্রর জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন তখন সৌমিত্র উত্তরবঙ্গে অন্যের স্ত্রীর সঙ্গে ফুর্তি করে বেড়াচ্ছেন। সুজাতার কথায় স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে অন্য নারীর প্রবেশ ঘটলে এবং তা জানতে পারলে সেই স্বামীর সঙ্গে আর কতদিন সংসার করা সম্ভব। শুক্রবারই বিবাহ বিচ্ছেদ মামলায় বাঁকুড়া আদালতে হাজিরা দিয়েছিলেন সৌমিত্র ও সুজাতা। আদালত থেকে সৌমিত্র চোখে জল নিয়ে বেরিয়ে যান। এরপরেই বিষ্ণপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে সুর চড়ান সুজাতা। তাঁর আরও অভিযোগ তিনি এতদিন প্রতারিত হয়েছেন। হুমকির জন্য বোনের বিয়ে আটকে গিয়েছে।

More News

সৌগতর থেকে ব্যক্তিগত আক্রমণ আশাতীত : সৌমিত্র 

0
সৌগত রায়ের থেকে ব্যক্তিগত আক্রমণ আশা করা যায় না। এভাবেই লোকসভায় তৃণমূল সাংসদের বউ পালানো...

পুণ্যস্নানে মন্ত্রী-সাংসদরাও

0
শুধু সাধারণ মানুষই নন, পুণ্যস্নান করেছেন রাজ্যের মন্ত্রী, বিধায়ক থেকে বিরোধী সাংসদরা। একদিকে মকর সংক্রান্তির...

তৃণমূলকে যেকোনওভাবে হারাতে হবে – সৌমিত্র

0
তৃণমূল কংগ্রেসকে যেকোনও ভাবে হারাতে হবে। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বহরমপুরে সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে...