মানুষের টাকা ফেরত না দিলে পঞ্চায়েতের টিকিট নয়। দিনহাটায় দলীয় নেতা-কর্মীদের এভাবেই সতর্ক করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। অন্যদিকে গ্রুপবাজি করলে তৃণমূলে জায়গা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিনেত্রী বিধায়ক জুন মালিয়া। নিয়োগ দুর্নীতি, কাটমানি নিয়ে যখন তোলপাড় রাজ্য।
তখন উদয়নের মন্তব্যে চর্চা শুরু হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেছেন সব টাকা মানুষকে ফেরত দিতে পারলে পঞ্চায়েতের টিকিট মিলবে। মন্ত্রীর কথায় যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের টাকা ফেরাতেই হবে। এদিকে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দলের নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন জুন। মেদিনীপুর সদর ব্লকে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে জুন বলেছেন গ্রুপবাজি করলে তৃণমূলে স্থান তো হবেই না। পাশাপাশি তাঁর হুঁশিয়ারি পঞ্চায়েত ভোটে দলের নেতাদের বউ, বোনেদের টিকিট দেওয়া হবে না। বউ ঘরে রান্না করবে আর নেতারা বাইরে ছড়ি ঘোরাবে এটা চলতে পারে না। তবে যে মহিলা যোগ্য তাঁকেই দল প্রার্থী করবেন বলে জানিয়েছেন জুন।