বালেশ্বরে ট্রেন বিপর্যয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সাধারণ সম্পাদকের আক্রমণে ছাড় পাননি প্রধানমন্ত্রীও।
তাঁর দাবি মৃতদেহর ওপর দাঁড়িয়ে রাজনীতি করছেন নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ ভোটের রাজনীতি করতে গিয়ে এত মানুষের মৃত্যু ডেকে এনেছেন। যাত্রী নিরাপত্তার দিকগুলো খেয়াল না রেখেই ভোটের জন্য একের পর এক রেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলমন্ত্রী দুই হাতে দুটো ট্রেনের মডেল নিয়ে মুখে সুরক্ষা কবচের বড় বড় কথা বলেও অ্যান্টি কলিশন ডিভাইস আনতে ব্যর্থ হয়েছে। হাজার কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি হচ্ছে অথচ রেলের পরিকাঠামোর অভাবে মানুষ মরছে। তিনি আরও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হঠকারিতার জন্য কৃষি আইন বাতিল, নোটবন্দি মত সিদ্ধান্তের কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন এতবড় দুর্ঘটনার থেকে রেলের শিক্ষা নেওয়া উচিত। এই মৃত্যুমিছিলের দায় এড়াতে পারে না রেল ও সরকার। বালেশ্বরে দুর্ঘটনার কারণে শনিবারের নবজোয়ার কর্মসূচি স্থগিত রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।