তৃণমূলের সমর্থন নিয়ে দার্জিলিং পুরসভার দখলে নিতে চলেছে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। বৃহস্পতিবারই অজয় এডওয়ার্ডের হামরো পার্টি থেকে ৫ জন কাউন্সিলর বিজিপিএমে যোগ দেন।
এরপরেই দার্জিলিং পুরসভা দখলের দাবি জানিয়েছে বিজিপিএম। টাকা বিলিয়ে দল ভাঙার পাল্টা অভিযোগ করেছে হামরো পার্টি। দার্জিলিং পৌরসভায় মোট আসন ৩২। সংখ্যাগরিষ্ঠতা পেতে ১৬ আসন প্রয়োজন। হামরো পার্টির ৫ জন বিজিপিএমে যোগ দেওয়ায় অনিতের দলের কাউন্সিলর সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ১৪। আর তৃণমূলের সমর্থন পেলে তা বেড়ে দাঁড়াবে ১৬। অন্যদিকে হামরো পার্টির কাউন্সিলর কমে হবে ১৩।