আরআরআর-র নাটু নাটু অস্কার জয় উদযাপনে যোগ দিয়েছে গোটা দেশ। এবার দিল্লির চাঁদনী চকের রাস্তায় নাটু নাটু গানে নেচে মাতিয়ে দিয়েছেন ভারতের জার্মান রাষ্ট্রদূত ফিলিপ অ্যাকারম্যান। তাঁর তালের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা গিয়েছে জার্মান দূতাবাসের কর্মীদের।
আর এই ভিডিও পোস্ট করেছেন জার্মান রাষ্ট্রদূত ফিলিপ অ্যাকারম্যান নিজেই। তিনি লিখেছেন, জার্মানিরা নাচতে পারে না। তাঁরা ইন্দো জার্মান দল পুরনো দিল্লিতে নাটু নাটু- অস্কার জয় উদযাপন করছেন। এটি নিখুঁত না হলেও মজার। একই সঙ্গে তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য কোরিয়ান দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন জার্মান রাষ্ট্রদূত ফিলিপ অ্যাকারম্যান। সঙ্গে আরআরআর টিম ও অভিনেতা রাম চরণকে অভিনন্দন জানিয়েছেন তিনি। ২.১৯ মিনিটের ওই ভিডিওতে দেখা গিয়েছে, চাঁদনী চকের রাস্তায় ২০ জন কর্মীকে নাটু নাটু গানে নাচছেন ভারতের জার্মান রাষ্ট্রদূত। জানা গিয়েছে, এটি তৈরির জন্য ২ থেকে ৩ দিন সময় লেগেছিল। দূতাবাস কর্মী রাধিকা জানিয়েছেন, কোরিওগ্রাফার খুঁজে পাওয়া থেকে চাঁদনী চকে জায়গা স্থির করা পর্যন্ত সমস্তটাই দূতাবাসের জনসংযোগ কর্মীরা উদ্যোগ নিয়েছিল। ভাষা বোঝা খুবই কঠিন ছিল কিন্তু, হ্যাশ অ্যারোবিক্স ও ডান্স স্টুডিওর কোরিওগ্রাফাররা এটি সহজ করে দিয়েছে।