ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্ত মুর্শিদাবাদ-র বিস্তীর্ণ এলাকায়। আর এবার এই ইস্যুতে দিল্লি যাচ্ছেন ভারত সেবাশ্রম-র সন্যাসী কার্তিক মহারাজ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে দেখা করে জঙ্গিপুর নিয়ে তাঁকে জানাবেন বলে জানিয়েছেন পদ্মশ্রী প্রাপক সন্যাসী কার্তিক মহারাজ। এদিকে, অশান্ত মুর্শিদাবাদ থেকে এক কাপড়ে পালিয়ে আসা সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে মালদহের বৈষ্ণবনগরের ত্রাণ শিবিরে দেখা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর সুকান্তকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন ঘরছাড়ারা। তাঁদের উপর কী অত্যাচার হয়েছে, কীভাবে কেড়ে নেওয়া হয়েছে জিনিসপত্র, সেই কথা সুকান্তকে জানিয়েছেন ঘরছাড়ারা।
কী অবস্থা পশ্চিমবঙ্গের, অমিত শাহ, জেপি নাড্ডাকে জানাব’, ত্রাণ শিবিরে গিয়ে জানিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।