কলকাতায় বইমেলার উদ্বোধন করতে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের কথা তুলে ধরেছেন সেদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি।
বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ আস্থাভাজন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাঁর আশা দুই দেশের উন্নতিতে এই মধুর সম্পর্ক নিশ্চই আগামী দিনেও অগ্রণী ভূমিকা নেবে। তিনি টেনে এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধুর সম্পর্কের প্রসঙ্গও। ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করেছে দুই দেশের সম্পর্ক। দীপু মনি বলেছেন দুই প্রধানমন্ত্রীই একসঙ্গে দুই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শিল্প, সংস্কৃতি থেকে বাণিজ্যের সমন্বয়ে উপকৃত হচ্ছে দুই দেশ। এই সম্পর্ক আগামী দিনেও মজবুত থাকবে বলে আশাবাদী তিনি।