Sunday, June 4, 2023
কলকাতার সংবাদদুয়ারে সরকারের সমালোচনা, বিরোধীদের আক্রমণ ফিরহাদের

দুয়ারে সরকারের সমালোচনা, বিরোধীদের আক্রমণ ফিরহাদের

দুয়ারে সরকার নিয়ে বিরোধীদের একাধিক অভিযোগের জবাব দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। দুয়ারে সরকার কর্মসূচির জন্য কলকাতা পুরসভার ৭৪২ জন কর্মীকে তুলে নেওয়া হয়েছে। বিরোধীদের অভিযোগ দুয়ারে সরকার ক্যাম্পের কারণে পুর পরিষেবা থেকে বঞ্চিত হবেন মানুষ।
এই প্রসঙ্গেই ফিরহাদ হাকিমের বক্তব্য ছুটির দিনে দুয়ারে সরকার ক্যাম্প হয়। তাছাড়া মানুষের প্রয়োজনেই দুয়ারে সরকার ক্যাম্প করা হয়। কলকাতা পুরসভা যেমন মানুষের পরিষেবা দেয়, তেমনই দুয়ারে সরকার ক্যাম্প থেকেও মানুষ পরিষেবা পেয়ে থাকে। অন্যদিকে, বিরোধীদের আরও অভিযোগ ডিএ টাকা দিতে পারছে না অথচ কোটি কোটি টাকা খরচ করে দুয়ারে সরকার করছে সরকার। এরও জবাব দিতে গিয়ে ফিরহাদ হাকিম বলেছেন বেশিরভাগ ছুটির দিনেই স্কুল বার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে দুয়ারে সরকার ক্যাম্প করা হয় যাতে খরচ কমে। স্থানীয় ছেলেরাই উদ্যোগ নিয়ে ক্যাম্প সংগঠিত করে। তাই তাতে খুব একটা খরচ হয় না। মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়াই এই ক্যাম্পের লক্ষ্য। ফিরহাদ হাকিমের কথায় পায়ের তলার মাটি নেই দেখেই বিরোধীরা অন্য কিছু না পেয়ে দুয়ারে সরকার নিয়ে সমালোচনা শুরু করেছে।

More News

২৪-এ বিজেপি হারলে ডিএ-র সমাধান – তৃণমূল

0
ডিএ আন্দোলনের পাল্টা হাজরায় তৃণমূলপন্থী সরকারি কর্মচারীদের সভা থেকে সুর চড়িয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম,...

বালেশ্বরে দুর্ঘটনায় দোষারোপের পালা

0
বালেশ্বরে ট্রেন দুর্ঘটনা নিয়ে চর্চা শুরু রাজ্য রাজনীতিতেও। বন্দে ভারতের প্রচার করতে গিয়ে যাত্রী নিরাপত্তা...

পুর স্কুলগুলোকে ইংলিশ মিডিয়ামে উন্নীতের চেষ্টা – ফিরহাদ

0
পুরসভার স্কুলগুলোকে ইংলিশ মিডিয়ামে উন্নীত করার চেষ্টা চলছে। নেতাজি ইন্ডোরে এডুকেশন ফেয়ারে এমনই মন্তব্য করেছেন...