অসমে কেন দুর্গাপুজো কমিটিগুলি বাংলা ভাষায় ব্যানার পর্যন্ত লাগাতে পারে না। দুর্গোৎসব নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে পাল্টা প্রশ্ন করেছে তৃণমূল কংগ্রেস।
অসমে ভোট মেটার পরেই হিমন্তবিশ্ব শর্মাকে পশ্চিমবঙ্গে ভোটপ্রচারে এনেছে বিজেপি। সম্প্রতি রাজ্যে এসে হিমন্ত বিশ্বশর্মা আপত্তি তুলেছিলেন, দুর্গাপুজোকে দুর্গোৎসব বলা নিয়ে। তাঁর দাবি, পুজো কখনও উৎসব হতে পারে না, পুজো পুজোই। বাংলা থেকে এই ধারণার উৎপত্তি বলেও দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী। এবার তারই পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা অসমের শিলচরের বাসিন্দা সুস্মিতা দেব। জনসভার সেই অংশটির ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে সুস্মিতা দেব পাল্টা প্রশ্ন করেছেন, প্রথমে অসমের মুখ্যমন্ত্রীর উত্তর দেওয়া উচিত যে, কেন আপার অসমের দুর্গাপুজো কমিটিগুলি ব্যানারে বাংলা ভাষা ব্যবহার পর্যন্ত করতে পারে না। অন্ধের কি বা দিন কি বা রাত।বাঙালি সংস্কৃতি সম্পর্কে কোনও ধারণা না থাকা মানুষকে প্রচার করতে পাঠানো উচিত হয়নি।