তোশাখানা মামলায় ইসলামাবাদে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে প্রাক্তন পাক-প্রধানমন্ত্রী ইমরান খানের কনভয়ের একটি গাড়ি।পাকিস্তানের স্থানীয় সংবাদ অনুযায়ী, লাহোরের জ়ামান পার্কের বাসভবন থেকে বেরিয়েছিলেন পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান।
তারপর তাঁর দলের কর্মীদের নিয়ে ইসলামাবাদের উদ্দেশে রওনা দিয়েছিল তাঁর কনভয়। আর তখনি তাঁর কনভয়ের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। তবে এই দুর্ঘটনায় ইমরানের কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। শুনানির আগে একটি টুইট করে ইমরান জানিয়েছেন, এটা এখন স্পষ্ট যে, তাঁর সমস্ত মামলায় জামিন পাওয়ার পরেও পিডিএম সরকার তাঁকে গ্রেফতার করতে চায়। ওদিকে, ইমরান লাহোরের বাড়ি থেকে বার হতেই তার পাঁচিল ভেঙে ঢুকে পড়েছে পঞ্জাব প্রদেশের পুলিশ। গ্রেফতার করা হয়েছে ২০ জন পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ কর্মীকে।ইমরান পুলিশের এই পদক্ষেপকে তীব্র ধিক্কার জানিয়েছেন। তাঁর কথায়, জামান পার্কে বাড়িতে তাঁর স্ত্রী বুশরা বিবি একা রয়েছেন। সে সময় পুলিশ ঢুকে পড়েছে। কোন আইনে তারা এ সব করছে?