Wednesday, May 31, 2023
Top Newsদুর্নীতিতে দেব-সায়নী-বনি, বিস্ফোরক হিরণ

দুর্নীতিতে দেব-সায়নী-বনি, বিস্ফোরক হিরণ

গরুপাচার মামলায় গ্রেফতার এনামুল হকের থেকে ৫ কোটি টাকা নিয়েছেন দেব। বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।
তৃণমূলের আরও দুই তারকা সায়নী ঘোষ, বনি সেনগুপ্তকেও আক্রমণ । রবিবার চন্দ্রকোনায় ঘাটালের বিধায়ক শীতল কপাটের পাশে বসে তোপ দেগেছেন হিরণ। বলেছেন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল দুর্নীতি দিয়ে সেই দুর্নীতির কথা এখন মানুষ জানতে পারছেন। আদালতের হস্তক্ষেপে মানুষ জানতে পারছেন তৃণমূল নেতামন্ত্রীদের ঘরে কোটি কোটি টাকা রয়েছে। হিরণকে বলতে শোনা গিয়েছে, তিনি আগেও একবার বলেছেন এখনও বলছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী বা দেব বিরাট দুর্নীতিতে জড়িত। এনামুলের থেকে ৫ কোটি টাকা নিয়েছেন। বনির মত বাচা ছেলেও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। সায়নী ঘোষের কথা তো বিচারপতি নিজেই বলেছেন। এত সম্পত্তি কীভাবে সেই প্রশ্ন তুলছেন। এখানেই শেষ নয় প্রযোজক শ্রীকান্ত মোহতার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলেছেন হিরণ। তিনি অভিযোগ করেছেন শ্রীকান্ত মোহতা কোটি কোটি টাকা লুঠ করেছেন। ৯৯ শতাংশ প্রোডিউসারই কোনও না কোনওভাবে চোরেদের সরকারের সঙ্গে যুক্ত।

More News

সোনা-গরুপাচারে নয়, মানুষের কাজে কেস, বিস্ফোরক মদন

0
সোনা, কয়লা কিনবা গরুপাচারের জন্য নয়, কেস খেয়েছেন জনগণের কাজের জন্য। এসএসকেএমের এফআইআর প্রসঙ্গে বিস্ফোরক...

জীবনকৃষ্ণর মোবাইলের ১০০ শতাংশই উদ্ধার, দাবি সিবিআইয়ের  

0
নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই তদন্ত শুরু করার পরেই নিজের মোবাইল ফোন থেকে প্রচুর ডেটা ডিলিট করেছিলেন...

রবীন্দ্রজয়ন্তীতে দেবের চমক 

0
দেবের ব্যোমকেশ ও দুর্গ রহস্য-এর জন্য নাকি খুঁজে পাওয়া যাচ্ছিল না সত্যবতীকে। বিভিন্ন সময় বিভিন্ন...