নতুন সংসদ ভবন উদ্বোধনের পরই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে একটি ছবি। একটি স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার ছবি। আরেকটি ২৮মে নয়া সংসদ ভবন উদ্বোধনের একফাঁকে তোলা একটি ছবি। ঠিক সেই ছবিটাই ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
ছবিটি ট্যুইট করলেও কোনও কথা লেখেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। যে ছবিটি ট্যুইট করা হয়েছে তাতে উপরের ছবিতে রয়েছেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য সর্দার বল্লভভাই প্যাটেল, বি আর অম্বেডকর, ছবিতে রয়েছেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। রয়েছেন মন্ত্রিসভার বাকি সদস্যরাও। তার নীচের ছবিটি ২৮ মে, ২০২৩ সালের। নয়া সংসদ ভবন উদ্বোধনের দিন। নয়া সংসদ ভবনে তোলা ওই ছবিতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছেন দেশের প্রথমসারির সাধু-সন্তরা। যাঁদের সকলেই ২৮ মে-এর নয়া সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন।