দেবের প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেল বেশ কয়েকদিন আগে হ্যাক্ড হয়েছিল এ বার খানিকটা একই রকম ঘটনা ঘটেছে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে। হ্যাক্ড হয়েছে অভিনেত্রী ফেসবুক পেজ।রুক্মিণীর ফেসবুকে প্রায় ২০ লক্ষ ফলোয়ার রয়েছেন।
অভিনেত্রী তাঁর ফেসবুক মূলত ফ্যান ফলোয়ারদের সঙ্গে যোগাযোগ ও ব্র্যান্ড কোলাবরেশনের ক্ষেত্রে ব্যবহার করেন।অভিনেত্রী শেষ পোস্ট করেছেন প্রায় মাস খানেক আগে। অভিনেত্রী তাঁর মলদ্বীপ ভ্রমণের ছবি থেকে একটি ছবিকে বাছাই করেই প্রোফাইল পিকচার করেন। তবে হঠাৎই অভিনেত্রীর প্রোফাইল থেকে একটি সম্প্রদায়ের ধর্মীয় নানা রিলস্ শেয়ার করা হয়।তাতেই অভিনেত্রী রুক্মিণী বুঝতে পারেন, হ্যাক্ড হয়েছে তাঁর প্রোফাইল।অভিনেত্রী রুক্মিণী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন তাঁর ফেসবুক পেজটি হ্যাক্ড হয়েছে।সোশ্যাল মিডিয়া টিম গোটা বিষয়টি খতিয়ে দেখছে। ফলোয়ারদের কাছে কোনও ধরনের মেসেজ গেলে কোনও উত্তর দেবেন না,যত ক্ষণ না আগামী কোন নোটিস দিচ্ছেন তিনি।এদিকে দেবের প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেল হ্যাক্ড হওয়ার সময় বেশ কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।যেখানে দেখা যাচ্ছে একটি ইউটিউব চ্যানেলের হোম পেজ। উপরের দিকে রয়েছে দেব এবং মিঠুনের প্রজাপতি ছবির পোস্টার। কিন্তু একটু নীচের দিকে চোখ যেতেই বিপত্তি,সেখানে সফ্টঅয়্যার সম্পর্কিত একাধিক ভিডিয়ো চোখে পড়ছে।যদিও পেজটা বিনোদনমূলক একটি চ্যানেলের।