দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রয়েছে পশ্চিমবঙ্গের। দুবাইয়ের দ্য রিটজ কার্লটনের বাণিজ্য সম্মেলনে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।স্পেনের পর দুবাইয়েও শিল্পবান্ধব পশ্চিমবঙ্গের ছবি তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার বিকেলে দুবাইয়ের বাণিজ্য সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, দুবাইয়ের শিল্পপতিরা একবার পশ্চিমবঙ্গে গিয়ে নিজের চোখে দেখুক সরকার কেমন কাজ করছে আর কীভাবে কাজ করছে।পশ্চিমবঙ্গে সিলিকন ভ্যালির মতো একটা প্রযুক্তি ক্ষেত্রও আছে।রাজ্য সব ক্ষেত্রে কাজে এগিয়ে চলেছে।মুখ্যমন্ত্রীর কথায়, বাণিজ্য বিস্তারের জন্য গভীর সমুদ্র বন্দর, এশিয়ার বৃহত্তম কয়লাখনি তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে।রাজ্যে প্রতিভার অভাব নেই, উদ্যমের ঘাটতি নেই। রাজ্য সরকারের একাধিক প্রকল্পে অনেকের কর্মসংস্থান হচ্ছে। আন্তর্জাতিক স্তরে তা সমাদৃত।দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রয়েছে রাজ্যের।পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে ইউনেস্কো। সবদিক থেকে সমৃদ্ধ পশ্চিমবঙ্গ। শিল্পপতিরা রাজ্যে আসলে বুঝতে পারবেন কেন এখানে বিনিয়োগ করা লাভজনক হবে।