দেশেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একক সংখ্যাগরিষ্ঠ সরকার প্রয়োজন। এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদের বিশেষ অধিবেশনে পাশ হয়েছে ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল।সেই উপলক্ষ্যে শুক্রবার বিজেপির সদর দফতরে শুরু হয়েছে উদযাপন।
সংসদে দেশের জনগণের প্রতিনিধিত্বে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্য়বাদ জানাতে বিজেপির সদর দফতরে উপস্থিত হয়েছিলেন দলের মহিলা কর্মীরা।সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহিলা সংরক্ষণ বিল নিয়ে একাধিক বাধা ছিল, কিন্তু যখন উদ্দেশ্য পবিত্র হয়, প্রয়াসে পারদর্শিতা থাকে, তখন সব প্রতিবন্ধকতা পার করা যায়। এটা একটা রেকর্ড যে সংসদে এই বিল এত সমর্থন পেয়েছে। নতুন সংসদ ভবনে শাসক-বিরোধীর অবস্থানের ঊর্ধ্বে উঠে সকলে এই বিলের সমর্থনে ভোট দিয়েছেন। মহিলাদের অংশীদারিত্ব বাড়াতে বিজেপি তিন দশক ধরে এই বিল আইনে পরিণত করার চেষ্টা করছিল। বর্তমানে তাঁরা তা বাস্তবায়ন করেছেন।নারী শক্তি বন্ধন অধিনিয়ম কোনও সামান্য আইন নয়, এটা নতুন ভারতের নতুন সূচনা। একই সঙ্গে এই বিল প্রমাণ করেছে দেশেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একক সংখ্যাগরিষ্ঠ সরকারের প্রয়োজন।