পরীক্ষা পে চর্চায় পরীক্ষা দিতে হয় তাঁকেও। এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে অনুষ্ঠানে পড়ুয়াদের প্রধানমন্ত্রী বলেছেন, পরীক্ষা পে চর্চা তাঁরও পরীক্ষা। দেশের কোটি কোটি পরীক্ষার্থী তাঁর পরীক্ষা নিচ্ছে।
এই পরীক্ষা দিতে ভালই লাগে তাঁর। কারণ এর মাধ্যমে কোটি কোটি প্রশ্নের সম্মুখীন হন তিনি। কেউ কেউ তো ব্যক্তিগত সমস্যা নিয়েও প্রশ্ন করে। এর মাধ্যমে দেশের যুবসমাজ কী ভাবছে, তার একটা ধারনা পাওয়া যায়। তাই তিনি টিমকে বলেছেন এই প্রশ্নগুলিকে গুছিয়ে রাখতে। পরবর্তীকালে এই প্রশ্নগুলির উপর বিশেষজ্ঞদের দিয়ে সমীক্ষা চালানো হবে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের ধারনা বদলে যাচ্ছে। ওই সমীক্ষায় সেটার একটা ধারনা পাওয়া যাবে।