দেশের মা-বোনেরা মোদীর রক্ষাকবচ। ছত্তিশগড়ের নির্বাচনী জনসভা থেকে দেশের মহিলাদের নিয়ে এমন কথাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি এদিন বলেছেন, মোদীর মাথা ভেঙে ফেলার হুমকি দিচ্ছে কংগ্রেস। যতদিন দেশে মা-বোনেরা পাশে থাকবেন, ততদিন কেউ মোদীর ক্ষতি করতে পারবে না। ওবিসিদের অসম্মান করে কংগ্রেস। বিজেপি তাঁদের সম্মান দেয়। গরীবের ছেলে-মেয়েদের যাতে ইঞ্জিনিয়ারিং-চিকিত্সক হতে পারে তারজন্য স্থানীয় ভাষায় পড়ার ব্যবস্থা করেছেন তিনি। তাঁর অভিযোগ, কংগ্রেস মোদীর মৃত্যু কামনা করে। কিন্তু ১৪০ কোটি মানুষ যখন পাশে থাকে, মৃত্যুকেও অপেক্ষা করতে হয়। তিনি আরও বলেছেন, কেউ কেউ বলত জম্মু-কাশ্মীরে ভারতের সংবিধান চলবে না। কিন্তু জম্মু-কাশ্মীরে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান কার্যকর হয়েছে।