!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

27.5 C
Kolkata
27.5 C
Kolkata
More
    HomeNewsdeskদ্রৌপদীকে নিয়ে মন্তব্য করে বিতর্কে অজিত 

    দ্রৌপদীকে নিয়ে মন্তব্য করে বিতর্কে অজিত 

    Published on

    সাম্প্রতিক খবর

    ছেলে ও মেয়ের জন্মের অনুপাত নিয়ে দ্রৌপদীর পঞ্চপাণ্ডবকে বিয়ে করার প্রসঙ্গ টেনে বিতর্কে জড়ালেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। 

    বারামাটির ইন্দ্রপুরে ভোটপ্রচারে এসেছিলেন এনসিপি নেতা তথা শরদ পাওয়ারের ভাইপো। সেখানেই অজিত পাওয়ার বলেছেন, কোনও কোনও জেলায় প্রতি হাজার ছেলের অনুপাতে প্রায় ৮৫০টি মেয়ে জন্মায়। কোথাও কোথাও তো সেটা ৭৯০! বিষয়টি খুবই কঠিন হয়ে উঠছে। আগামিদিনে সবাইকে ভাবতে হবে দ্রৌপদীর কথা। এরপরই অজিত পাওয়ার বলে ওঠেন, রসিকতাটা ভুলে যান। নাহলে এরপর কেউ কেউ বলতে শুরু করবে তিনি দ্রৌপদীকে অপমান করেছেন। প্রসঙ্গত, মহাভারতে দ্রৌপদীর স্বামী ছিলেন পঞ্চপাণ্ডব। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এরপরেই শরদ পাওয়ার শিবিরের এনসিপি নেতা জিতেন্দ্র আওহাদ বলছেন, মনেই যদি বিষ থাকে, তাহলে মুখে আর কী আসবে। অজিত পাওয়ার তো অন্য উদাহরণও দিতে পারতেন। আর মহারাষ্ট্রে তো জন্মের অনুপাত স্থির থাকে না।

    Your ad here

    আরো খবর