ইংলিশ অভিনেতা ও কমেডিয়ান রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে ধর্ষণ, যৌন নিপীড়ন ও মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।তার বিরুদ্ধে চারজন মহিলাকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
লন্ডনের সানডে টাইমসের খবরে বলা হয়েছে, ২০০৬ থেকে ২০১৩ সালের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে থাকাকালীন এসব ঘটনা ঘটান তিনি,এমনটাই বলা হয়েছে অভিযোগে।ঘটনার সময় অভিযুক্ত একজন মহিলার বয়স ছিল মাত্র ১৬ বছর।ব্রিটিশ কৌতুক অভিনেতা, যিনি মূলত এমটিভি ইউকে’তে সঞ্চালনা করে খ্যাতি পেয়েছিলেন,ফরগেটিং সারা মার্শাল এবং গেট হিম টু দ্য গ্রিক-এর মতো হলিউড সিনেমায়ও অভিনয় করেছেন।গায়িকা ক্যাটি পেরির সাথেও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।মিডিয়া রিপোর্ট অনুসারে, একজন মহিলা অভিযোগ করেছেন যে রাসেল ২০১২ সালে তার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে তাকে ধর্ষণ করেছিলেন। সে সময় তার বয়স ছিল ৩০ বছর।তিনি স্মরণ করেছেন, রাসেল পরে তার কাছে ক্ষমা চেয়ে টেক্সট করেছিলেন।অভিযোগকারীর লেখাগুলোর স্ক্রিনশট সানডে টাইমসে প্রকাশিত হয়েছে।রিপোর্ট অনুসারে,রাসেল মাত্র তিন মাসের সম্পর্কের মধ্যেই ১৬ বছর বয়সী অন্য এক তরুণীকেও লাঞ্ছিত করেছিলেন।তখন রাসেলের বয়স ত্রিশের কোঠায়।সেই মহিলার অভিযোগ অনুসারে, রাসেল তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করতেন।যৌন মিলনের সময় তিনি তার শ্বাসরোধের মতো ঘটনা ঘটান। সেই মহিলা আরো অভিযোগ করে বলেছেন, রাসেল ব্র্যান্ড তার ডাকনাম শিশু রেখেছিলেন এবং তাকে ভ্লাদিমির নাবোকভের উপন্যাস ললিতা পড়তে বলেছিলেন।অন্য একজন ভুক্তভোগী প্রকাশ করেছেন, কৌতুক অভিনেতা তাকে তার পশ্চিম হলিউডের বাড়িতে ২০১৩ সালে যৌন নিপীড়ন করেছিলেন।