আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির অ্যাকাউন্টে বিজেপির কোটি কোটি টাকা ঢুকেছে। এমনই বিস্ফোরক অভিযোগ করেছে তৃণমূল।
সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন নওশাদ বিজেপির বি টিম হিসেবে কাজ করছে। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন লালবাজার সূত্রে খবর নওশাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। নওশাদের প্রিন্টআউট হাতে নিয়ে ফিরহাদ হাকিমের প্রশ্ন ভোটের আগে কিভাবে এত টাকার লেনদেন হল। বিজেপির সঙ্গে তাঁর এই বোঝাপড়া কিসের স্বার্থে। ফিরহাদ বলেছেন মিম প্রধান আসাউদ্দিন ওয়েসিকে সবাই বলত বিজেপির বি টিম। এখন নওশাদ সিদ্দিকিও সেই কাজ করছেন।