প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন বিতর্কের মধ্যেই প্রকাশ্যে এসেছে নতুন সংসদ ভবনের ফার্স্ট লুক। শুক্রবার প্রধানমন্ত্রী টুইটে নতুন সংসদ ভবনের অন্দরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
১ মিনিট ৪৮ সেকেন্ডের ভিডিয়োটিতে হাই অ্যাঙ্গেল থেকে নতুন সংসদ ভবনের ভিতরে অবস্থিত, অত্যাধুনিক প্রযুক্তিতে সম্বৃদ্ধ লোকসভা কক্ষ, রাজ্যসভা কক্ষ এবং অন্যান্য কক্ষগুলি দেখানো হয়েছে। রাজ্যসভার ছাদের নকশা করা হয়েছে জাতীয় ফুল পদ্মের আদলে। অন্যদিকে, লোকসভা কক্ষটির ছাদের নকশা করা হয়েছে জাতীয় পাখি ময়ূরের আদলে। ভবনটির তিনটি প্রধান প্রবেশদ্বার হল জ্ঞান দ্বার, শক্তিদ্বার এবং কর্মদ্বার। নতুন সংসদ ভবনে ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য প্রদর্শনের জন্য একটি বিশাল সংবিধান হল তৈরি করা হয়েছে। এছাড়া, দুই কক্ষের সাংসদদের জন্য একটি লাউঞ্জ, একটি লাইব্রেরি, একাধিক কমিটি রুম, খাবারের জায়গা, পার্কিংয়ের জায়গা এবং সাংসদদের ব্যক্তিগত কক্ষ রয়েছে।ইতিমধ্যেই সংসদ ভবনের ছাদে ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ স্থাপন করা হয়েছে। ছয়টি আনুষ্ঠানিক প্রবেশদ্বার এবং জনসাধারণের প্রবেশপথে ঈগল, হাতি, ঘোড়া, এবং কুমিরের ভাস্কর্য প্রদর্শিত হবে। লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষেই একটি বেঞ্চে পাশাপাশি দুইজন করে সাংসদের বসার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি আসনে থাকছে ডিজিটাল সিস্টেম এবং টাচ স্ক্রিন। এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে ৭৫ টাকার একটি বিশেষ মুদ্রা চালু করা হবে।