শুধু দিল্লির আন্দোলনরত কুস্তিগিররা নয় ১৯৬০ সালে অলিম্পিক্স পদক ওহিয়ো নদীতে ফেলে দিয়েছিলেন প্রখ্যাত বক্সার মহম্মদ আলিও। তিনি কালো চামড়ার বলে এক সাদা চামড়ার মানুষের রেস্তরাঁয় খাবার পরিবেশন করা হয়নি মহম্মদ আলিকে।
বর্ণবিদ্বেষী এমন কাজের বিরুদ্ধেই সোচ্চার হয়েছিলেন মহম্মদ আলি। প্রতিবাদ জানিয়ে পদক ফেলে দিয়েছিলেন নদীতে।অলিম্পিক্স কর্তৃপক্ষ যদিও মহম্মদ আলির বিপক্ষে কোনও ব্যবস্থা নেয়নি। বরং ৩৬ বছর পর বক্সারকে তাঁর পদকের প্রতিরূপ দেওয়া হয়েছিল। ১৯৯৬ সালে অ্যাটলান্টা অলিম্পিক্সে মশাল জ্বালিয়ে উদ্বোধন করেছিলেন মহম্মদ আলি। সেই সময়ের অলিম্পিক্স কমিটির সভাপতি জুয়ান সামারঞ্চ এসে মহম্মদ আলিকে প্রতিরূপ উপহার দিয়েছিলেন।