Sunday, March 26, 2023
বীরভূমনদীতে সোনা কুড়োতে হুড়োহুড়ি মুরারইয়ে

নদীতে সোনা কুড়োতে হুড়োহুড়ি মুরারইয়ে

নদীতে সোনা কুড়োতে হুড়োহুড়ি গ্রামবাসীদের। বীরভূমের মুরারইয়ে পারকান্দি গ্রামে ঘটনাকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে। সোনা মেলার খবর চাউর হতেই দূরদুরান্ত থেকে মানুষ ভিড় করছেন পারকান্দি গ্রামে।

বাঁশলই নদীর বালি সরাতেই মিলছে সোনার টিকলি, দুল। জানা গিয়েছে ঝাড়খণ্ড লাগোয়া বীরভূমের মুরারইয়ের পারকান্দি গ্রামের বাঁশলই নদীতে কাজ করছিলেন সুজয় দাস নামে এক ব্যক্তি। তিনিই প্রথম সোনার হদিশ পান। বালি সরাতেই কানের দুল, নাকছাবি, টিকলি পান তিনি। এরপরেই দ্রুত ছড়িয়ে পড়ে খবর। ঝাড়খণ্ড ও বীরভূমের বহু মানুষ নদীর পাড়ে ভিড় জমাতে শুরু করেন। পারকান্দি গ্রামের এক বাসিন্দা জানিয়েছেন তিনি ১৩৫ টি সোনার টিকলি পেয়েছেন। এরইমধ্যে অভিযোগ উঠেছে পুলিশ পরিচয় দিয়ে স্থানীয় দুষ্কৃতীরা সোনা নিয়ে চম্পটও দিয়েছে। খবর পেয়ে পুলিশও নদীতে তল্লাশি চালিয়েছে। মুরারইয়ের ১ নম্বর বিডিও বলেছেন সোনা পাওয়া গিয়েছে শুনেছেন, মোহর হলে প্রশাসন ব্যবস্থা নেবে। ১৫ বছর আগে এই নদী থেকেই ২ কলসি ভর্তি সোনা উদ্ধার হয়েছিল। স্থানীয়দের বক্তব্য মহেশপুরের রাজবাড়ি নদীতে তলিয়ে গিয়েছে। রাজবাড়ির মাটিতে পুঁতে রাখা সোনাই মিলছে নদীতে।

More News

বিরোধীরা যেন প্রার্থী খুঁজে না পায়, ফের হুঙ্কার উদয়নের

0
পঞ্চায়েত ভোটে বিরোধীরা যেন প্রার্থী খুঁজে না পায়। দিনহাটার সভা থেকে আবারও হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী...

কয়লাকাণ্ডে সিউড়ির আইসিকে সিবিআই জেরা

0
কয়লাকাণ্ডে এবার সিবিআই জেরার মুখে সিউড়ি থানার আইসি শেখ মহম্মদ আলি। সিবিআই তলবে মঙ্গলবার নিজাম...

ইডি হেফাজতে রসেবসে অনুব্রত 

0
ব্রেকফাস্টে ইংলিশ, লাঞ্চে বাঙালি খাবার। দিল্লিতে ইডি হেফাজতে রসেবসেই আছেন অনুব্রত মণ্ডল।  গরু পাচার মামলায় আরও তথ্যের খোঁজে...