নন্দীগ্রামে বিজেপি কর্মীকে মা’কে পিটিয়ে ও কুপিয়ে খুনে তৃণমূলকে নিশানা করছেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিরই প্রত্যক্ষ পরিণাম এই রক্তপাত।
পরাজয় নিশ্চিত বুঝে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তৃণমূল। বিজেপি এর শেষ দেখে ছাড়বে, আইনি পদ্ধতিতে প্রতিশোধ নেওয়া হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেওয়া হবে, এক্স হ্যান্ডলে পোস্ট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তমলুকে ভোটের ঠিক ৩ দিন আগে নন্দীগ্রামের সোনাচূড়ায় মহিলা বিজেপি কর্মীর মা’কে পিটিয়ে ও কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর মৃতের নাম রথীবালা আড়ি। হামলার ঘটনায় বিজেপি সমর্থকের ছেলে-সহ ৭ জন ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। মৃতের ছেলেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।