Monday, May 27, 2024
Top Newsনরেন্দ্রপুরকাণ্ড : দ্রুত গ্রেফতারের নির্দেশ কোর্টের 

নরেন্দ্রপুরকাণ্ড : দ্রুত গ্রেফতারের নির্দেশ কোর্টের 

রাতের মধ্যেই নরেন্দ্রপুরের স্কুলে তাণ্ডবের ঘটনায় প্রধান শিক্ষক-সহ এফআইআরে নাম থাকা অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।পাশাপাশি বাকি শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। একইসঙ্গে আপাতত স্কুলে ঢুকতে পারবেন না প্রধান শিক্ষক।
সোমবার মামলা চলাকালীন বিচারপতি বসু প্রশ্ন করেন কারা স্কুলে ঢুকে লুঠপাট চালিয়েছে। পঞ্চায়েত সদস্যরা। পঞ্চায়েত সদস্যরা কীভাবে শিক্ষা ব্যবস্থায় উৎসাহী হয়ে পড়েছে সেই প্রশ্নই তুলেছেন বিচারপতি। পাল্টা আদালতে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, মাধ্যমিক পরীক্ষার জন্য নতুন সেন্টার ইনচার্জ নিয়োগ করা হয়েছে। এদিকে ঘটনার দু’দিন পরেও স্কুল খুললেও আতঙ্কের ছবি এখনও স্পষ্ট নরেন্দ্রপুরের ওই স্কুলে। ৭০০-র বেশি ছাত্র-ছাত্রীর সংখ্যা থাকলেও সোমবার উপস্থিত হয়েছিলেন মাত্র ৭০ জন। শিক্ষক ও অশিক্ষককর্মীদেড় উপস্থিতির সংখ্যা ছিল তুলনামূলক ভাবে কম। ৫০ জনের মধ্যে উপস্থিত হয়েছিলেন ১৭ জন। অধিকাংশ ক্লাসরুম ফাঁকা। তাদের নিয়েই কোন রকমে চলছে স্কুল। এই ঘটনায় এখনও অবধি ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এফআইআর-এ নাম ছিল না ধৃতদের। তবে স্কুলে তাণ্ডবের ঘটনায় এফআইআর-এ নাম থাকা দুই তৃণমূল নেতা অলক নাড়ু ও আকবর আলি মণ্ডলকে এখনও গ্রেফতার করেনি পুলিশ।

More News

নরেন্দ্রপুরে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ছাত্র-সহ ধৃত ২

0
লোকসভা ভোটের আবহে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় হইচই পড়ে গিয়েছে নরেন্দ্রপুরের বাহান্নপল্লি এলাকায়। ঘটনায়...

জিটিএ নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ

0
গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।এই...

বিকাশরঞ্জনকে ঘিরে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

0
কলকাতা হাইকোর্টে প্রাথমিকের বিতর্কিত চাকরিপ্রার্থীদের বিক্ষোভের মুখে পড়েছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। চাকরি খেয়েছেন, এই অভিযোগ...