পথচলতি মানুষকে নাড়ু, ঘুগনি, ঝালমুড়ি খাইয়ে অভিনব বিজয়া সম্মিলনী পালন করেছে রাজ্য বিজেপি। দলের রাজ্য সদর দফতর মুরলী ধর সেন লেন থেকে বিজয়া সম্মিলনী পালন করার পাশাপাশি বেকারদের পুজোর সময় ঘুগনি, ঝালমুড়ি বিক্রির মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতীকী প্রতিবাদ জানানো হয়েছে।
রাজ্য বিজেপি নেতৃত্বের বক্তব্য ২০২২-এ রাজ্যবাসীর দুর্ভাগ্য যে পিতৃপক্ষের আগেই দেবী দুর্গার দর্শন করানো হয়েছে। যা রাজ্যের মানুষ কোনওভাবেই গ্রহণ করবে না। পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের সূচনা হয়। এটাই নিয়ম। কিন্তু মুখ্যমন্ত্রী সব নিয়মই পাল্টে দিয়েছেন। এজন্য রাজ্যের মানুষ তাঁকে কোনওদিনও ক্ষমা করবেন না।