রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরও অনেক মহাপুরুষের নাম। মন্ত্রী, এমএলএ থেকে কাউন্সিলর এবং নেতা অনেকেরই নাম রয়েছে নিয়োগ দুর্নীতির সংশ্লিষ্ট মামলায়।
সোমবার হাইকোর্টে মানিক ভট্টাচার্যের মামলার শুনানিতে সিবিআইয়ের তরফে যে রিপোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে জমা করা হয়েছে তাতেই এই নাম রয়েছে। যা দেখে খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, এত সব মহাপুরুষের নাম, এদের কবে ডাকা হবে। এরপরেই মঙ্গলবার দুপুর বারোটার মধ্যে সিবিআইকে প্রাথমিকের দুর্নীতি মামলায় সম্পূর্ণ কেস ডায়েরি আদালতে জমা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবং তদন্তের অগ্রগতিতে সিবিআইয়ের কাজে তিনি যে খুশি নন তাও স্পষ্ট করেছেন দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এ ব্যাপারে তাঁর অবজারভেশন জানাতে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন তাঁর ধারণা মানিক ভট্টাচার্যকে আদেও গ্রেফতার করতে চায় না সিবিআই। একইসঙ্গে তাঁর মন্তব্য আপনারা বলছেন আদালতের নজরদারিতে তদন্ত চলছে অথচ আদালতকেই কাঁচকলা দেখাচ্ছেন। এরপরেই সিবিআইয়ের আইনজীবী আদালতে জানিয়েছেন মানিক ভট্টাচার্যের রক্ষাকবচ প্রত্যাহারের দাবিতে খুব শীঘ্রই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন।