কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের পদত্যাগের দাবিতে ঢেঁড়া পিটিয়ে কোচবিহারের তুফানগঞ্জে পথে নেমেছে তৃণমূল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সোনা চুরি মামলায় গ্রেফতারি পরোয়ানাকে হাতিয়ার করে তুফানগঞ্জে রাস্তায় প্রচার করেছেন তৃণমূলের জেলা সভাপতি।
মঙ্গলবার নাককাটিগাছ গ্রাম পঞ্চাযে এলাকায় কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢেঁড়া পিটিয়ে বলতে শোনা গিয়েছে শোন শোন নগরবাসী। সাংসদ নিশীথ প্রামাণিক কোচবিহারবাসীদের কাছে লজ্জার। কেন্দ্রের মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে সোনার দোকানে চুরির জন্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। অবিলম্বে নিশীথের পদত্যাগ চান কোচবিহারবাসী।