Sunday, June 4, 2023
Top Newsনীতি আয়োগের বৈঠকে নেই মমতা-কেজরিওয়াল    

নীতি আয়োগের বৈঠকে নেই মমতা-কেজরিওয়াল    

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।একই পথ অনুসরণ করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানও বৈঠকে যা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখে অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, গত কয়েক বছরে গণতন্ত্রের উপর আক্রমণ নেমে এসেছে।
অবিজেপি সরকারগুলিকে ফেলে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে এবং কাজ করতে দেওয়া হয়নি। গত কয়েক বছর ধরে গোটা দেশব্যাপী একটা বার্তা দেওয়া হচ্ছে যে, কোনও রাজ্যে যদি মানুষ অবিজেপি দলের সরকার গঠন করে, তাহলে তা সহ্য করা হবে না। একই চিঠিতে তিনি কেন্দ্রীয় সরকারের জারি করা  অর্ডিন্যান্সের বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আট বছর লড়াই করে দিল্লির জনতা সুপ্রিম কোর্টে লড়াই জিতেছিল। কিন্তু যদি দিল্লি সরকারের কোনও অফিসার কাজ না করেন, মানুষের নির্বাচিত সরকার তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না।এই অবস্থায় কোনও সরকার কীভাবে কাজ করবে।অন্যদিকে পাঞ্জাব সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের রুরাল ডেভেলপমেন্ট ফাণ্ডের ৩ হাজার ৬০০ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। তাই কেন্দ্রে বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ জানিয়ে নীতি আয়োগের বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান।

More News