কাদের ওএমআর বিকৃত হবে তার তালিকা গিয়েছিল এসএসসির এক কর্তার ফোন থেকে। এমনই দাবি সিবিআইয়ের।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থা নাইসার ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাসের মোবাইল এখন সিবিআইয়ের কাছে তথ্যের ভাণ্ডার। কেন্দ্রীয় এজেন্সির দাবি এসএসসি কর্তাদের সুপারিশ অনুযায়ী চাকরিপ্রার্থীদের তালিকা নীলাদ্রি মেসেজ করে নাইসার কর্মীদের কাছে পাঠাতেন। ওই কর্মীরাই সার্ভারে ঢুকে নম্বর কারচুপি করতেন বলে দাবি কেন্দ্রীয় এজেন্সির। সেই মত চাকরিপ্রার্থীর নম্বর কারচুপি করা বা বাড়ানো হত। চাকরিপ্রার্থীদের নামের বেশকিছু তালিকা ও অ্যাডমিট কার্ডের রোল নম্বর পাওয়া গিয়েছে নীলাদ্রির মোবাইলে। মিলেছে বেশ কয়েকজন এসএসসি কর্তার ফোন নম্বর ও হোয়াটসঅ্যাপ চ্যাট। নীলাদ্রির মোবাইলে লুকিয়ে থাকা তথ্য জানতে আলিপুর আদালতের নির্দেশে তা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হচ্ছে।