নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চাকরির স্থায়ীকরণ, বেতন কাঠামো এবং ছাঁটাই হওয়া যোগ্য শিক্ষকদের পুনর্বহালের দাবিতে ন্যাশনাল স্কিলস শিক্ষকদের কারিগরি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার।
সোমবার নিউটাউন শিরিশ বাগান থেকে গরম রাস্তার পিচের ওপর দণ্ডি কেটে, গলায় দড়ির ফাঁস লাগিয়ে, খালি থালা ও খালি হাঁড়ি নিয়ে অভিনব উপায়ে প্রতিবাদ জানিয়েছেন ডেপুটেশন জমা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। আন্দোলনকারীদের দাবি,স্কুল শিক্ষায় বেসরকারিকরণ বন্ধ করে নবম দ্বাদশ শ্রেণী পর্যন্ত কর্মরত ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেম ওয়ার্ক শিক্ষকদের ৬০ বছর পর্যন্ত চাকুরীর স্থায়ীকরণ, বেতন কাঠামো এবং ছাটাই হওয়ার যোগ্য শিক্ষক ও ল্যাব অ্যাসিস্ট্যান্টের বিদ্যালয়ে বেতন সহ পুনর্বহাল। দীর্ঘ ১৯ মাস ধরে বেতনহীন অবস্থায় অসহায় ভাবে দিন কাটাচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্টরা।খাদ্যভবনের ২ কর্মীকে বে-আইনিভাবে বদলি করা হয়েছে এই অভিযোগে খাদ্যভবনে কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। কর্মবিরতির ডাক দিয়েছে রাজ্য কো-অর্ডিনেশন কমিটিও। আর এর পাল্টা হিসাবে মাঠে নেমেছে তৃণমূলপন্থী রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনও। কর্মসংস্কৃতি অক্ষুণ্ণ রাখার দাবিতে স্লোগান দেওয়া হয়েছে তাদের তরফে। খাদ্যভবনে চলেছে স্লোগান, পাল্টা স্লোগান এবং পিকেটিং।গত ১০ মার্চ ধর্মঘটে সামিল হওয়ার কারনে সৌমেন্দ্র নারায়ণ বসু এবং তারপরে দেব সিনহাকে প্রতিহিংসামূলক ও অনৈতিকভাবে বদলি করা হয়। সেই প্রতিবাদে যৌথ ভাবে সংগ্রামী যৌথ মঞ্চ এবং রাজ্য সরকারি কর্মচারী ফেডরেশন বিক্ষোভ প্রদর্শন করে। ঠিক সেই সময় পাল্টা বিক্ষোভ শুরু করে তৃণমূল পন্থী সরকারি কর্মচারীদের সংগঠন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডরেশন