লোকসভা ভোটের নির্বাচনের আবহে খাস কলকাতায় সিপিএম কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মারধরের অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে পঞ্চসায়র থানা এলাকার ১০৯ নম্বর ওয়ার্ডের ভগৎ সিং কলোনিতে। অভিযোগ, বুধবার রাতে কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের ভগৎ সিং কলোনিতে সিপিএম কর্মীর বাড়িতে আচমকাই চড়াও হয়ে তাঁকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করে তৃণমূলের গুন্ডাবাহিনী। এরপর ঘটনার খবর পেয়ে বুধবার গভীর রাতেই পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের করেছেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর। তিনি বলেছেন, তৃণমূল ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে, যারফলে সিপিএম এবং বামপন্থীদের রুখতে গুন্ডাবাহিনী দিয়ে ভয়-হামলা-হুমকি দেখাচ্ছে।