পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি। নন্দীগ্রাম ১ ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মী সম্মেলনে নামের তালিকা ঘোষণা করেছেন তাম্রলিপ্ত সাংগঠনিক জেলা কমিটির সাধারণ সম্পাদক মেঘনাদ পাল।
তালিকায় মহিলা সংখ্যালঘু প্রার্থীও রয়েছেন। হরিপুর গ্রাম পঞ্চায়েতের ১৫ আসনের মধ্যে ১৪ টিতেই প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। নন্দীগ্রাম ১ ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের ১৫ টি আসন। তার মধ্যে ১৪ টিতেই বিজেপির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এদিকে পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণার আগে এভাবে প্রার্থী ঘোষণা নিয়ে চর্চা শুরু হয়েছে।