আসন্ন পঞ্চায়েত ভোটে যেখানে যেখানে বিজেপির নমিনেশন জমা করতে অসুবিধা হবে, সেখানে সেখানে তিনি নিজে দাঁড়িয়ে থেকে বিজেপি প্রার্থীদের নমিনেশন জমা দেওয়ার ব্যবস্থা করবেন।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বলেছেন, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তার কথায়, রাজ্যের যে প্রান্তরে বিজেপি প্রার্থীদের নমিনেশনে সমস্যা হবে তারাই যেন তার কাল সেন্টার এক ডাকে অভিষেকে ফোন করেন। ততক্ষনাৎ সেই সমস্যার সমাধান হবে, যেরকম ভাবে বাকি সাত লক্ষ আট লক্ষ মানুষের সমস্যার সমাধান হয়েছে। তবে, প্রার্থী তালিকা বিজেপিকেই তৈরী করতে হবে। তৃণমূল প্রার্থী সাপ্লাই করতে পারবে না। তার কারণ ৭০ হাজারের বেশি বুথ রয়েছে ,সেখানে তত সংখক প্রার্থী আগে তৈরী করুক, অতপর তো নমিনেশনের কথা ভাববে বিজেপি।