Monday, March 27, 2023
Top Newsপঞ্চায়েতে বিজেপির 'নমিনেশন' সমস্যাতে অভিষেক 

পঞ্চায়েতে বিজেপির ‘নমিনেশন’ সমস্যাতে অভিষেক 

আসন্ন পঞ্চায়েত ভোটে যেখানে যেখানে বিজেপির নমিনেশন জমা করতে অসুবিধা হবে, সেখানে সেখানে তিনি নিজে দাঁড়িয়ে থেকে বিজেপি প্রার্থীদের নমিনেশন জমা দেওয়ার ব্যবস্থা করবেন।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বলেছেন, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তার কথায়, রাজ্যের যে প্রান্তরে বিজেপি প্রার্থীদের নমিনেশনে সমস্যা হবে তারাই যেন তার কাল সেন্টার এক ডাকে অভিষেকে ফোন করেন। ততক্ষনাৎ সেই সমস্যার সমাধান হবে, যেরকম ভাবে বাকি সাত লক্ষ আট লক্ষ মানুষের সমস্যার সমাধান হয়েছে। তবে, প্রার্থী তালিকা বিজেপিকেই তৈরী করতে হবে। তৃণমূল প্রার্থী সাপ্লাই করতে পারবে না। তার কারণ ৭০ হাজারের বেশি বুথ রয়েছে ,সেখানে তত সংখক প্রার্থী আগে তৈরী করুক, অতপর তো নমিনেশনের কথা ভাববে বিজেপি।

More News

১৪ বিরোধী দলের মামলা শুনবে শীর্ষ আদালত 

0
ইডি এবং সিবিআইকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করার অভিযোগ তুলে ১৪ বিরোধী দলের মামলাটি  শুনতে রাজি...

তৃণমূলের আক্রমণে বিমান, শুভেন্দুর মুখে পার্টি কেন্দ্রিক জীবন

0
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে নিয়ে এবার আক্রমণের রাস্তায় তৃণমূল কংগ্রেস। মণীশা বসুর অন্তর্ধান রহস্য নিয়ে...

শুভেন্দুর মহাজোটের ডাক

0
গুজরাটের মত বাংলার সংখ্যালঘুরাও খুব শীঘ্রই বিজেপিকে ভোট দেবেন। তবে এখনও সেই পরিস্থিতি তৈরি হয়নি...