Friday, June 2, 2023
জাতীয় সংবাদপতনের পর সপ্তাহান্তে ঊর্ধ্বমুখী সেনসেক্স 

পতনের পর সপ্তাহান্তে ঊর্ধ্বমুখী সেনসেক্স 

টানা পতনের পর সপ্তাহান্তে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। শুক্রবার সকাল থেকেই ছন্দে ছিল শেয়ার বাজার। বেলা যত গড়িয়েছে, ততই উত্থান হয়েছে।

দিনের শেষে ৬২৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে সেনসেক্সের সূচক হয়েছে ৬২ হাজার ৫০১ পয়েন্ট।অন্যদিকে, ১৭৮ পয়েন্ট বেড়ে নিফটি পৌঁছেছে ১৮ হাজার ৪৯৯ পয়েন্টে।এদিন সেনসেক্সে সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়, সান ফার্মা, এইচসিএল টেক, হিন্দুস্তান ইউনিলিভার। সেনসেক্সে এই চার সংস্থার বাজারদর ২ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতী এয়ারটেল, পাওয়ার গ্রিড। এদিকে, আদানি এন্টারপ্রাইজ এবং আদানি পোর্টের শেয়ার সামান্য মূল্যবান হলেও আদানিদের বেশির ভাগ সংস্থাই ক্ষতির মুখ দেখেছে। নিফটিতে আইটি, এইএমসিজি, মেটাল, ব্যাঙ্ক সর্বোচ্চ লাভের মুখ দেখেছে।

More News

সপ্তাহের প্রথম দিনে ঊর্ধ্বমুখী সেনসেক্স 

0
টানা পতনের পর সপ্তাহের প্রথম দিনে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার।সোমবার সেনসেক্স ৭০৯ পয়েন্ট বেড়ে ৬১ হাজার...

শেয়ার বাজারের পতন অব্যহত 

0
সপ্তাহের দ্বিতীয় দিনেও পতন অব্যহত শেয়ার বাজারে। মঙ্গলবার লেনদেন শেষে সেনসেক্স ১৮৪ পয়েন্ট কমে সূচক ৫৯...

পতনের পর ঘুরে দাঁড়াল শেয়ার বাজার

0
টানা পতনের পর ফের ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার। ব্যাঙ্কিং, আইটি সেক্টরে শেয়ারে বিনিয়োগের কারণে বাজারে...