টানা পতনের পর সপ্তাহান্তে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। শুক্রবার সকাল থেকেই ছন্দে ছিল শেয়ার বাজার। বেলা যত গড়িয়েছে, ততই উত্থান হয়েছে।
দিনের শেষে ৬২৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে সেনসেক্সের সূচক হয়েছে ৬২ হাজার ৫০১ পয়েন্ট।অন্যদিকে, ১৭৮ পয়েন্ট বেড়ে নিফটি পৌঁছেছে ১৮ হাজার ৪৯৯ পয়েন্টে।এদিন সেনসেক্সে সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়, সান ফার্মা, এইচসিএল টেক, হিন্দুস্তান ইউনিলিভার। সেনসেক্সে এই চার সংস্থার বাজারদর ২ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতী এয়ারটেল, পাওয়ার গ্রিড। এদিকে, আদানি এন্টারপ্রাইজ এবং আদানি পোর্টের শেয়ার সামান্য মূল্যবান হলেও আদানিদের বেশির ভাগ সংস্থাই ক্ষতির মুখ দেখেছে। নিফটিতে আইটি, এইএমসিজি, মেটাল, ব্যাঙ্ক সর্বোচ্চ লাভের মুখ দেখেছে।