Wednesday, May 31, 2023
জাতীয় সংবাদপদক্ষেপ চাই, খলিস্তানি হামলায় সরব বিদেশমন্ত্রী 

পদক্ষেপ চাই, খলিস্তানি হামলায় সরব বিদেশমন্ত্রী 

বিদেশের মাটিতে ভারতীয় দূতাবাসের উপর হামলা গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় আশ্বাস নয়, পদক্ষেপ চাই। লন্ডনে ভারতীয় দূতাবাসে খলিস্তানি হামলা নিয়ে ব্যাঙ্গালোরের বিজেপির যুব মোর্চার এক অনুষ্ঠানে এইভাবেই স্পষ্ট বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

 তিনি আরও জানিয়েছেন, দূতাবাসের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট দেশের ওপরেই বর্তায়।কিন্তু কিছু ক্ষেত্রে তা দেখতে পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গেও কথা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, দূতাবাসে হামলা চালানোয় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আর্জিও জানানো হয়েছে নয়াদিল্লির পক্ষ থেকে। পাশাপাশি ভারতে নিযুক্ত ব্রিটিশদূতের কাছ থেকে লন্ডনে এই ঘটনার ব্যাখ্যা চেয়ে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, আমেরিকার সানফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসেও হামলা চালিয়েছে খলিস্তানি সমর্থকরা।

More News

চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভবনা জয়শঙ্করের 

0
প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন দেপসাং অঞ্চলে সংঘাত বন্ধের সূত্র খুঁজতে বৈঠকে বসতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর...

আমেরিকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ভারতীয়-বংশোদ্ভূতের

0
আমেরিকায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে ভারতীয়-বংশোদ্ভূত তরুণীর। ঘটনাটি ঘটেছে ফিলাদেলফিয়া শহরে। ওই দুষ্কৃতীরা তরুণীর থেকে...

আমেরিকায় মৃত্যুর ৪ বছর পর অক্ষত নানের দেহ 

0
আমেরিকায় মৃত্যুর চার বছর পরেও এক নানের মৃতদেহ অক্ষত অবস্থায় উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গিয়েছে, ২৯...