রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার গ্রহণ করেছেন তিনি।
বাংলাদেশে রবীন্দ্রসংগীতে নিবেদিতপ্রাণ উল্লেখ করে শিল্পে রেজওয়ানা চৌধুরী বন্যার অবদানের কথা তুলে ধরা হয়। সেই সঙ্গে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিনে রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে গাওয়া ভজন বৈষ্ণব জন তো তেনে কহিয়ে’র কথাও স্মরণ করা হয়েছে পোস্টে।নির্বাচনি প্রচারের তুমুল ব্যস্ততার মধ্যেও অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই বছর ৫ গুণী ব্যক্তিকে পদ্মবিভূষণ, ১৭ জনকে পদ্মভূষণ ও ১১০ জনকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে।