একের পর এক বিস্ফোরণে ষড়যন্ত্র দেখছে তৃণমূল। শিলিগুড়িতে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে মহিলা তৃণমূলের প্রতিবাদ মঞ্চ থেকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেছেন রাজ্যে পরপর বিস্ফোরণে বিরোধীদের চক্রান্ত থাকতে পারে।
তাঁর আরও অভিযোগ কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা আটকে রাখায় বাজি কারখানায় বিপজ্জনক কাজ করতে বাধ্য হচ্ছেন মানুষজন। একই সুর শোনা গিয়েছে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের গলায়। তাঁর দাবি রামনবমীতে অস্ত্র আনা হয়েছিল বিহারের থেকে। রাজ্য পুলিশ মুঙ্গের থেকে অভিযুক্তকে ধরেও এনেছিল। ফলে এক্ষেত্রে তেমনটা হয়নি সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।