Thursday, May 23, 2024
Top Newsপরীক্ষায় অকৃতকার্য , আত্মঘাতী ৯ পড়ুয়া 

পরীক্ষায় অকৃতকার্য , আত্মঘাতী ৯ পড়ুয়া 

অন্ধ্রপ্রদেশে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অকৃতকার্য হওয়ায়  একসঙ্গে আত্মহত্যা করেছে ৯ পড়ুয়া । জানা গিয়েছে , স্কুলে পরীক্ষার ফলপ্রকাশ হওয়ার পর দেখা গিয়েছে অনেক পড়ুযা পাশ করতে পারে নি। তাদেরমধ্যেই ৯জন পড়ুয়া আত্মঘাতী হয়েছে ।

বেশ কয়েকটি বিষয়ে  অকৃতকার্য হয়ে  কেউ ট্রেনের সামনে বা কেউ গলায়  দড়ি দিয়ে  আত্মঘাতী হয়েছে । কেউ কেউ আবার কীটনাশক খেয়েছে । চলতি বছর একাদশ শ্রেণিতে পাশের হার ছিল ৬১ শতাংশ। দ্বাদশ শ্রেণিতে সেই হার ৭২ শতাংশ। ১০ লক্ষ পড়ুযা এ বার বোর্ডের পরীক্ষায়  বসেছিলেন। একসঙ্গে এত জন পড়ুয়া  আত্মহত্যা করায়  শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে।

More News

৪৮ ঘণ্টায় তেলেঙ্গানায় আত্মঘাতী ৭ পড়ুয়া

0
তেলেঙ্গানার ইন্টারমিডিয়েট বোর্ড পরীক্ষার ফলপ্রকাশের পরে ৪৮ ঘন্টার মধ্যে ৭ পড়ুয়ার আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য...

পারিবারিক অশান্তি, আত্মঘাতী পড়ুয়া  

0
পরিবারের সঙ্গে অশান্তি করে বজবজ শিয়ালদা শাখায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী নবম শ্রেণীর...

কর্নাটকের স্কুলে নগ্ন করে তল্লাশি, আত্মঘাতী ছাত্রী 

0
চোর সন্দেহে কর্নাটকের স্কুলে নগ্ন করে তল্লাশির অভিযোগে আত্মঘাতী হয়েছে এক ছাত্রী। পুলিশ সূত্রে খবর, উত্তর কর্নাটকের বাগালকোটে একটি...