এবার ১০৯ পারসেন্ট নম্বর। প্রশ্নফাঁস বিতর্কের মধ্যে নতুন বিতর্কে জড়ালো প্রাথমিক পর্ষদ।
আদালতের নির্দেশে সোমবার রাতে ২০১৪-র টেট উত্তীর্ণ প্যানেলভুক্তদের ব্রেকআপ প্রকাশ করেছে পর্ষদ। সেই তালিকাতেই নম্বর নিযে প্রশ্নের মুখে পর্ষদ। তালিকায় এমন কয়েকজন রয়েছেন যাদের নম্বর পূর্ণমানের থেকে বেশি। এদিকে ২০২০-২২-র ডিএলএড কোর্সের এডুকেশনলার স্টাডিস সিসি০৩ পরীক্ষার দ্বিতীয় দিনে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে প্রশ্নপত্রের প্রতিলিপি হোয়াটসঅ্যাপ ছড়িয়েছে। পরীক্ষা শুরুর আগে আবারও প্রশ্নপত্র ফাঁসে বেশ চাপে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরআগে সোমবার ডিএলএড-র প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিতর্ক বাধে। পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্রের প্রতিলিপি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়ে অভিযোগ ওঠে। এবিষয়ে শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল দাবি করেছেন পর্ষদ ও সরকারকে অপদস্থ করার চক্রান্ত হয়েছে। তিনি এও অভিযোগ করেছেন পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারে। এজন্য তদন্তও শুরু হয়েছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তবে সোমবারের ওই ঘটনার পর আবারও মঙ্গলবার ডিএলএড-র এডুকেশনাল স্টাডিস পরীক্ষার প্রশ্নের প্রতিলিপি হোয়াটসঅ্যাপ ভাইরাল হওয়ার অভিযোগে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।