বুধবারের মধ্যে স্কুলে চাকরির নিয়োগপত্র পেয়ে যাবেন অনামিকা রায়। সোমবার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যের ভৎসনার পর তড়িঘড়ি পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের।
বুধবার দুপুর ২টোর সময় প্রয়োজনীয় নথি সহ পর্ষদের অ্যাপয়েন্টমেন্ট সেলে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। অনামিকা-সহ মোট পাঁচজন চাকরিপ্রার্থী নিয়োগপত্র হাতে পাবেন। রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিল হওয়ার পর, সেই চাকরি পেয়েছিলেন ববিতা সরকার। কিন্তু, পরবর্তীতে ববিতার নম্বর-সমস্যার কারণে সেই চাকরি আবার বাতিল হয়। ববিতার খোয়ানো সেই পরেশ-কন্যার চাকরি শিলিগুড়ির অনামিকা রায়কে দেওয়ার নির্দেশ দেয় আদালত। কিন্তু, এতদিনেও অনামিকার চাকরি হয়নি। সেই নিয়ে আজ দুপুরেই হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেছিলেন । সেই কারণে, মঙ্গলবার শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।